ছাত্রদের আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তী সরকার গঠনে চট্টগ্রামের কর্ণফুলীতে সম্প্রীতি সমাবেশ ও আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী দল (বিএনপি)। কর্ণফুলী শাখা।
কর্মসূচিতে দলের নেতারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শুক্রবার (৯ আগষ্ট) বিকেলে উপজেলার মইজ্জ্যারটেক থেকে আনন্দ মিছিল বের করা হয়। এতে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা-উপজেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফকিরনীর হাট গিয়ে শেষ হয়। এর আগে মইজ্জ্যারটেক এলাকায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক এসএম মামুন মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব হাজী ওসমানের সঞ্চলনায় সমাবেশে বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ আজ ফ্যাসিবাদি স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশ মুক্ত হয়েছে। আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৫ বছর ধরে জনগণকে কোনঠাসা করে রেখেছিল। জনগণ কেউ ভয়ে মুখ খুলতে পারেনি। জনগণ স্বাধীন দেশে আজ স্বাধীন হিসেবে মুক্ত হয়েছে। বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে নেতাকর্মীদের শান্ত থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
Discussion about this post