মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী :
চট্টগ্রামের কর্ণফুলীতে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা চেকপোস্ট চালিয়ে ৪০০ ইয়াবা ও ১০ লিটার চোলাইমদ জব্দ করে।
শুক্রবার (০৯ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনের সময় এসব মাদক জব্দ করেন শিক্ষার্থীরা।
এ ঘটনায় দু’জন বাসের যাত্রীকে আটক করে সেনাবাহিনীর মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়। আটককৃতরা হলেন – গিয়াস (২৫) ও তরুণ দাশ (৩০)। তাদের মধ্যে একজনের বাড়ি আনোয়ারা অন্যজনের বাড়ি নোয়াখালী জেলায়।
ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীরা বলেন, যেহেতু এখন পুলিশ নেই, তাই আমরা শিক্ষার্থীরা মিলে সড়কের শৃঙ্খলা ফিরাতে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি। তখন কয়েকটি গাড়ি তল্লাশি করে ইয়াবা ও মদ পাওয়া যায়। বিষয়টি সেনাবাহিনীকে অবগত করলে তারা এসে মাদকগুলো জব্দ ও কারবারিদের আটক করে নিয়ে যায়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন বলেন, শিক্ষার্থীরা ৪০০ পিস ইয়াবাসহ দু’জন মাদক কারবারীকে আটক করেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় ওসি নিজেও শিক্ষার্থীদের প্রশংসায় ভাষায়।
Discussion about this post