মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাত এর সাথে মত বিনিময় সভায় মিলিত হন কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ। এ সময় কর্ণফুলী উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জামায়াতে ইসলামীর সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী অফিসার।
গত ৮ আগষ্ট (বৃহস্পতিবার) বিকাল ৪ টায় উপজেলার অস্থায়ী কার্যালয়ের সৌজন্যে সাক্ষাত ও মত বিনিময় করতে যান উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা ইসমাঈল হক্কানী, কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মনির আবছার, সেক্রেটারী জেনারেল নুর উদ্দিন জাহাঙ্গীর, অর্থ সম্পাদক এডভোকেট হারুনসহ প্রমুখ নেতৃবৃন্দ।
এসময় জামায়াতের নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি সময়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরির্বতনের সুযোগ নিয়ে কিছু দুঃস্কৃতকারী-কুচক্রিমহল দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে যাচ্ছে, বিশেষ করে সনাতনী ধর্মালম্বীদের বাড়ী, সম্পদ ও মন্দির রক্ষায় আমাদেরকে সর্তক দৃষ্টি রাখতে হবে। এসব পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের সাথে জামায়াতের সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
Discussion about this post