মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী (চট্টগ্রাম) : বাইসাইকেল চালাতে গিয়ে লাশ হয়ে ঘরে ফিরল দুই বাইসাইকেল আরোহী। গত ৭ আগষ্ট বুধবার বেলা ১টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন এর ইছানগর বাংলাবাজার চৌরাস্তার সম্মুখে একটি পণ্যবাহী ট্রাকের ধাক্কায় গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন দুই যুবক।
নিহত চঞ্চল মন্ডল (১৮) নওঁগা জেলার আত্রাই উপজেলার নন্দনালী গ্রামের কামাল মন্ডল পুত্র ও জাহিদুল ইসলাম (১৬) রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট পাগলা গ্রামের মোহাম্মদ আব্দুল জলিল এর পুত্র তারা উভয়ে ইছানগর গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চাকরির উদ্দ্যেশে গ্রামের বাড়ী ছেড়ে চট্টগ্রামের কর্ণফুলীতে আসেন তারা এবং মাসুদ এগ্রো প্রসেসিং ফুড প্রোডাক্টস লিঃ এ চাকরির জন্য দরখাস্তও করেন, চাকরিতে যোগদান করার পূর্বে ঘাতক ট্রাক তাদের প্রাণ কেঁড়ে নেয়।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রাসেল বলেন- তিন বন্ধু সাইকেল নিয়ে ঘুরতে বের হন। উপজেলার ইছানগর বাংলাবাজার ঘাট এলাকার একটু সামনে পণ্যবাহী ট্রাকটি তাদের ধাক্কা দিলে, ঘটনাস্থলে দুই জন মৃত্যু বরণ করে, অন্য একজন আহত হয়েছে। তাকে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত টহলরত সেনা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে ঐ প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়।
Discussion about this post