মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী (চট্টগ্রাম) :
বিবাহের ১ মাস না ফেরতে কর্ণফুলীতে মোহাম্মদ সেলিম (২৮) নামের যুবক বিষপান করে আত্মহত্যা করেছে। তবে কি কারণে এমন আত্মহত্যার পথ বেছে নিয়েছে তার সঠিক তথ্য জানা সম্ভব হয়নি।
গতকাল শুক্রবার (২ আগষ্ট) আনুমানিক রাত ৮টার দিকে নিকটবর্তী ধান ক্ষেতে বিষপান করে বাড়িতে ফিরে তার মাকে জানান-সে বিষপ্রান করেছে। এসময় প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুর খোলে ঢলে পড়ে।
নিহত মোহাম্মদ সেলিম কর্ণফুলী উপজেলার খোয়াজনগর ৪নং ওয়ার্ডের কেন্দু গুষ্ঠির মৃত ফজল আহমদ ও মরিয়ম বেগমের প্রথম পুত্র।
এ বিষয়ে নিহতের পরিবার সূত্রে জানা যায়, সেলিমের বিয়ে হয়েছে মাত্র ১মাস ৪দিন। বিবাহের পর স্বাভাবিক ও আনন্দের জীবনযাপন করছিল, একদিনের জন্য তাকে অস্বাভাবিক মনে হয়নি। কিন্তু কারণে এমন আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা অনুমান করতে পারছেনা নিহতের পরিবারে।
সেলিমর বড় বোন কহিনুর আকতার জানান, সে পরিবারের সব বিষয়ে আমার সাথে প্রকাশ করতো। শুক্রবার সন্ধ্যায় আমাকে ফোন দিয়ে বলছিল আপু আমার খুব খারাপ লাগতেছে, আমি কিছু বলার পূর্বে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমি বিশ্বাস করতে পারছি না আমার ভাই এমন ভুল সিদ্ধান্ত নিবে।
এবিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন জানান, নিহত সেলিমের মৃতদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
নিহতের পরিবার থেকে মামলা রুজি করা হবেনা বলে তার মা মরিয়ম বেগম নিশ্চিত করেন।
Discussion about this post