কর্ণফুলী উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ইছানগর যুব সংঘের উদ্যেগে পবিত্র আশুরা ও শোহাদায়ে কারবালা উপলক্ষে দোয়া মাহফিল ও সাধারণ জনগণের মাঝে শরবত বিতরন করা হয়।
আজ ১০ মহররম ১৭ জুলাই (বুধবার) সকাল ১১ টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্হিত ছিলেন ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. শাহ আলম সওদাগর, সরোয়ার উদ্দিন কাজল, ফেরদৌস ওয়াহিদ, শামসু উদ্দিন রুবেল, মাহমুদুল হক সুমন, আজীম আলী বাদল প্রমূখ।
এতে আরো উপস্থিত ছিলেন ইছানগর যুব সংঘ ক্লাবের বর্তমান সভাপতি শাহরিয়ার মাসুদ, সহ সভাপতি জাহেদ হাসান, সাধারণ সম্পাদক রাজু আহমদ, যুগ্ম সম্পাদক আজগর আলী পাপন, কোষাধ্যক্ষ জাহেদুল ইসলাম প্রচার ও দপ্তর সম্পাদক সেকান্দর হোসেন ও ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন ইসলামের সুন্নাতের পূর্ণজ্জীবিত ও অন্যায়ের বিরুদ্ধে জিহাদ ছিল কারবালার রক্তাক্ত ইতিহাস।
হযরত ইমাম হোসাইন (রাঃ) বিশ্ব মুসলিম উম্মাহকে অন্যায়ের সাথে আপোষ না করে প্রতিরোধের শিক্ষা দিয়ে গেছেন।