মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : ২টি সিআর সাজা ও ১টি সিআর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী মোহাম্মদ আক্তার জামালকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে কর্ণফুলী থানা পুলিশ।
গতকাল সোমবার (১৫ জুলাই) এসআই নূরে আলম সিদ্দিক সঙ্গীয় অফিসার এএসআই(নিঃ) মোঃ জহিরুল ইসলাম সহ কক্সবাজার জেলার সমিতি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
থানা সূত্রে জানা যায়- তার বিরুদ্ধে ১০৫৮৪/১৮, সিআর-১৩৫০/১৮, প্রসেস নং-১১৪/২৩, ধারা- এনআই এ্যাক্ট ১৩৮, সিআর- ১১৯৩/২৩(কোতোয়ালী) ধারা-এনআই এ্যাক্ট ১৩৮, দায়রা-১০৫৮৪/১৮, সিআর-১৩৫০/১৮, প্রসেস নং-১৯৯/২৩, ধারা-এনআই এ্যাক্ট ১৩৮, এর গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
সে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ের ১ নং ওয়ার্ডের আক্কেইল্যা বাপের বাড়ীর
মৃত ইউসুফ আলীর পুত্র।
এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন নবীন কণ্ঠ বিডি.কমকে জানান গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইতেছে।